সারাদেশ

পাইকগাছা আদর্শ শিশু বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এম জালাল উদ্দীন:পাইকগাছা 

পাইকগাছার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ শিশু বিদ্যালয় কিন্ডারগার্টেন-এর ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে পাইকগাছা পৌরসভার প্রাণকেন্দ্র ৬নং ওয়ার্ডে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনন্দঘন পরিবেশে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম হুমায়ুন কবির-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, উচ্চমান সহকারী উত্তম কুমার ঘোষ, বিদ্যালয়ের শিক্ষক মোঃ রাশেদুল ইসলাম, মোঃ ইবাদুল ইসলাম, শ্রদ্ধা রানী, বিলকিস খানম, সালমা বেগম, সুলতানা পারভীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষাই শিক্ষাজীবনের মূল ভিত্তি। এ সময় শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মানসম্মত শিক্ষাদানে শিক্ষকদের আরও আন্তরিক ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

উল্লেখ্য, ১৯৮৩ সাল থেকে আদর্শ শিশু বিদ্যালয় মেধাবী ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর মাধ্যমে এ অঞ্চলে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে বিদ্যালয়টি পাইকগাছা পৌরসভার অধীনে পরিচালিত হচ্ছে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,