সারাদেশ

পাইকগাছায় অবৈধ ইটভাটা ও কয়লার চুল্লির বিরুদ্ধে অভিযান, আনসার–ভিডিপির সক্রিয় ভূমিকা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছায় উপজেলার চাঁদখালী ইউনিয়নে অবৈধ ইটভাটা ও কয়লার চুল্লির বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়। গত বুধবার (২১ জানুয়ারি) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।

এমসয়ে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি পাইকগাছা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিউম আক্তারের নির্দেশনায় আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যরা সার্বিকভাবে সক্রিয় ভূমিকা পালন করেন এবং প্রশাসনকে সহযোগিতা প্রদান করেন। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কোম্পানি কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন দলনেতা ফয়সাল হোসেন, পৌর দলনেতা ফয়সাল সরদার ও সোহাগ হোসেন।

উল্লেখ্য, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটা ও কয়লার চুল্লির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,