পাইকগাছায় বৃদ্ধা নারী নিখোঁজ

এম জালাল উদ্দীন:পাইকগাছা
খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা গ্রামের আমেনা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। তিনি ওই গ্রামের মানিক গাজীর (পাগলা গাজী) স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, আমেনা বেগম কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ (রবিবার) সকাল ৮টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর থেকে স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তার সন্ধান পাননি।
স্বজনরা জানিয়েছেন, কেউ যদি তাকে দেখে থাকেন বা কোনোভাবে শনাক্ত করতে পারেন, তাহলে দ্রুত নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মোবাইল: ০১৯১০০৮৭৮৪২
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে এবং নিখোঁজ সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।