সারাদেশ

পাইকগাছায় শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পাইকগাছা উপজেলার ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃতব্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সার্বিক প্রস্তুতি ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় প্রধান শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।

মতবিনিময় সভায় ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা, পরিবেশগত অবস্থা, চলমান সংস্কার কাজ এবং নির্বাচনকালীন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে প্রাপ্ত বরাদ্দের আওতায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাস্তবায়নাধীন সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন করা হয়। দ্রুততম সময়ের মধ্যে মানসম্মতভাবে এসব কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।

এছাড়াও নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ করতে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রাপ্ত বরাদ্দের আওতায় উপজেলার ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানে সিসিটিভি (CCTV) ক্যামেরা স্থাপনের গৃহীতব্য কার্যক্রম সম্পর্কে প্রধান শিক্ষকদের অবহিত করা হয়। সিসিটিভি স্থাপনের মাধ্যমে ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা আরও জোরদার হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী নির্বাচন পরিচালনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত প্রধান শিক্ষকগণ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,