পাথরঘাটায় জাটকা রক্ষায় নৌ-পুলিশ ও মৎস্য বিভাগের বিশেষ অপারেশনে অবৈধ জাল জব্দ করে ধ্বংস
ইব্রাহীম খলীল, পাথরঘাটা।
বরগুনার পাথরঘাটা উপজেলায় জাটকা নিধন প্রতিরোধে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ ও নৌ আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল উদ্ধার করে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত পাথরঘাটা থানাধীন বিষখালী নদীর বিভিন্ন স্থানে এই বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পাথরঘাটা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ হাসিবুল হক।
অভিযানে অংশ নেন কাকচিড়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবু জিহাদ ফকরুল আলম খান, এসআই মাহমুদুর রহমান ও এএসআই নুরুল ইসলামসহ নৌ-পুলিশের একটি চৌকস দল।
অভিযানকালে জাটকা নিধনে ব্যবহৃত ৭টি অবৈধ বেহুন্দী জাল এবং প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। উদ্ধারকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য ১৯ লক্ষাধিক টাকা। পরবর্তীতে জব্দকৃত সব অবৈধ জাল বিধি অনুযায়ী প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাটকা রক্ষা ও মৎস্য সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে। অবৈধভাবে মাছ শিকার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা সতর্ক করেন।




