পাথরঘাটায় ২৫ উপকারভোগী পরিবারের মাঝে পানির ট্যাংকি বিতরণ
পাথরঘাটা( বরগুনা) প্রতিনিধি :
জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও সুপেয় পানির অভাব মোকাবিলায় পাথরঘাটা উপজেলায় বৃষ্টির পানি সংরক্ষণের জন্য অসহায় ও জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে পানির ট্যাংকি বিতরণ করা হয়।
বুধবার (২৯ জানুয়ারি ) দুপুর ৩ টায় পাথরঘাটা কেম এম স্কুল মাঠে সিসিডিবি, পিসিআরসিবি প্রকল্প ফেইজ -২ এর সহযোগিতায় পানির ট্যাংকি বিতরন করা হয়।
অনুষ্ঠানে সিসিডিবির উপজেলা সমন্বয়ক মি: সুজন বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মুহসিন ।
এছাড়া উপস্থিত ছিলেন পাথরঘাটা কে এম স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, পাথরঘাটা কলেজের প্রভাষক বেল্লাল হোসেন সহ আরো অনেকে।
এ সময় উপজেলার সদর ইউনিয়নের ২৫ টি অসহায় পরিবারের মাঝে ২ হাজার লিটার ধারণক্ষমতার পানির ট্যাংকি বিতরণ করা হয়।
উপস্থিত অতিথিরা বলেন, “উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট দিন দিন তীব্র হচ্ছে। বৃষ্টির পানি সংরক্ষণের এই উদ্যোগ অসহায় পরিবারের জীবনে স্বস্তি ও টেকসই সমাধান এনে দেবে।”





