পূর্বধলায় ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: খবিরুল আহসানের বদলি প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেছেন সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শেষে ঢাকাগামী
বলাকা কমিউটার ট্রেন অবরোধ করে ৪০ মিনিট আটকে রাখেন মানববন্ধনে অংশগ্রহণকারীগণ।
এতে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ গিয়ে অবরোধকারীদের রেললাইন থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও অবরোধ কারীগণ তা প্রত্যাখান করেন।
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ১ দিনের সময় চাওয়ার আশ্বাসে আন্দোলনকারীরা আন্দোলন স্থগিত করেন।
এর আগে ৫ ডিসেম্বর পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খবিরুল আহসান কে বারহাট্রা উপজেলায় বদলির প্রঙ্গাপন জারি করে ময়মনসিংহ বিভাগীয়
কমিশনারের কার্যালয়। গত বছরের ৩০ অক্টোবর ২০২৩ পূর্বধলায় ইউএনওর দায়িত্ব পান মো: খবিরুল আহসান। তার বদলির খবর শোনার পর সামাজিক
যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ উপজেলাজুড়ে বদলির প্রত্যাহারের ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
এসময় মানববন্ধনে আন্দোলনকারীরা পূর্বধলার ইউএনওর বদলি বাতিল করো, করতে হবে। খবিরুল স্যারের বদলি, মানি না, মানব না। কুচক্রিদের সুপারিশে,
বদলি হবে না স্লোগান দেয়।
মানববন্ধনে পূর্বধলা রেডলাইনের টুর ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ সাকিব আব্দুল্লাহ্’র উপস্থাপনায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা আবদুল মান্নান, পূর্বধলা
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জায়েজুল ইসলাম, পূর্বধলা হেল্প লাইনের ক্রিয়েটর এডমিন কেবিএম নোমান শাহরিয়ার, এসি ক্লাবের সাবেক সভাপতি আবু
শোয়েব হাসান, রেনেসাঁ ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল আলম মাজু, নিউ স্টার স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, সোনার বাংলা ক্রীড়া
সংঘের তাইজুল ইসলাম, যুব উন্নয়ন সংঘের সাবেক সভাপতি সুলেমান কবির পাপ্পু, রওশন আরা রোড ইয়ুথ ক্লাবের সভাপতি আবু তালহা, সূর্য তরুণ স্পোটিং
ক্লাবের সহ-সভাপতি আল-আমিন, পূর্বধলা হেল্প লাইনের মডারেটর আলমগীর কবির, বাট্রা বাজার স্পোর্টিং ক্লাবের শাহরিয়ার নোমান খান প্রমুখ।