ফরিদগঞ্জ কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পশ্চিম একলাশপুরের কাতার প্রবাসীরা
মাহমুদ সানি,রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলা ১১নং পূর্ব চর দু:খিয়া ইউনিয়নে ৪নং ওয়ার্ডে অনুষ্ঠিত প্রবাসী কাবাডি টুর্নামেন্টে কুয়েত প্রবাসীদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কাতার প্রবাসী কাবাডি দল। জমজমাট এই ফাইনাল ম্যাচে কাতার প্রবাসীরা ৩১–২৬ পয়েন্টে কুয়েত প্রবাসীদের পরাজিত করে শিরোপা জয় করে।
প্রতিটি দলে ৬ জন খেলোয়াড় নিয়ে খেলা পরিচালিত হয়। দুই দলের মধ্যে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রথমার্ধে উভয় দলই সমানে সমানে লড়লেও দ্বিতীয়ার্ধে পশ্চিম একলাশপুরের কাতার প্রবাসী খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত ৫ পয়েন্ট ব্যবধানে জয় নিশ্চিত করে।
দলের সদস্যরা জানান, প্রবাসে থেকেও তারা দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া কাবাডিকে ভালোবেসে চর্চা করে আসছেন এবং ভবিষ্যতেও দেশের নাম আরও উজ্জ্বল করতে চান।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন , ১৪ নং ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মোল্লা, দেলোয়ার হোসেন মাস্টার, অত্র ওয়ার্ড মেম্বার মোঃ রাসেল ব্যাপারি, জালাল আহমেদ সবুজ পাটোয়ারী, সবুজ নক্তি। ম্যাচ পরিচালনা সৈয়দ আহমদ ব্যাপারি।পুরুস্কার অনুষ্ঠান পরিচালনা করেন, উত্তর আলোনিয়া দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক মোঃ ইউছুফ। অনুষ্ঠান আয়োজন করেন কাতার প্রবাসী মহসিন পাটোয়ারী ।