আন্তর্জাতিক জাতীয় রাজনীতি রাজনীতি

ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে কচুয়া উপজেলা ছাত্র দলের বিক্ষোভ

কচুয়া(বাগেরহাট) প্রতিনিধি।।
ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বর্বর আগ্রাসন ও নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানাতে কচুয়া শহর জুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ করেছেন উপজেলা ছাত্রদল। এসময় ছাত্র দলের সাথে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সরকারি মহিলা কলেজ,কচুয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১ টার দিকে কচুয়া উপজেলা ছাত্র দলের আয়োজনে কচুয়া ডিগ্রি কলেজ সংলগ্ন কফি হাউজ এর সামনে থেকে প্রতিবাদী মিছিল বের করে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে মিছিল জিরোপয়েন্ট গিয়ে শেষ হয়। মিছিলে ‘ইসরাইল নিপাত যাক’, ‘আমার ভাই মরলো কেনো, জবাব চাই, জবাব চাই’, ‘ইসরাইলি পণ্য বয়কট, বয়কট’সহ বিভিন্ন স্লোগান দেন। এর আগে নেতৃবৃন্দ শিক্ষার্থীদের সাথে নিয়ে কফি হাউসের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান।
মানববন্ধনে নেতৃবৃন্দরা বলেন, নিরীহ গাজাবাসীদের উপর বর্বরোচিত হামলায় হাজার হাজার সাধারণ জনগণ, শিশু  ও নারী পুরুষ মারা যাচ্ছে। আজ বিশ্ব মানবতা কোথায়। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ জনগণের উপর হামলা চালাচ্ছে আমরা তার নিন্দা জানাই। এর প্রতিবাদ জানাই। বিশ্ব বিবেকের কাছে আজ প্রশ্ন কেন এই বর্বরতা, নিঃসংশতা এই হামলা বন্ধ করতে হবে।কর্মসূচীতে অংশগ্রহণকারীরা গণহত্যা বন্ধে দ্রুত জাতিসংঘসহ সংশ্লিষ্টদের ব্যাবস্থা নেওয়ার দাবি জানান।
এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব শেখ তৌহিদুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ জাহাঙ্গীর হোসেন, শিক্ষক নিরাময় ইন্দু হালদার, কচুয়া বণিক সমিতির সাধারণ সম্পাদক সরদার সুমন, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট এর কচুয়া উপজেলা শাখার আহবায়ক উজ্জল কুমার দাস, বাগেরহাট জেলা ছাত্র দলের সহ- সাধারণ সম্পাদক আউয়াল শিকদার ,কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব জামাল হোসেন, কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক ১ নং সদস্য ইমরান হোসেন,কচুয়া ডিগ্রি কলেজের সাবেক সভাপতি হিমেল খান।
এসময় যুবনেতা শেখ সুজন, ইমদাদুল হক মাসুদ, ছাত্র দল নেতা শেখ তামিম, মোঃ সাকিব, মোঃওমর ফারুক,পিয়াল শিকদার,সাকিল খান,সিহাব শেখ,বাধান শেখ,আবু বক্কর,আইচ শিকদার সহ কচুয়া উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

রাজনীতি

সংস্কার করতে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে: মির্জা ফখরুল

একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে যেসব সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত করার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি

বানারীপাড়া পৌরসভায় নয়ন বেগমকে সভাপতি ও মাধবীকে সম্পাদক করে পৌর মহিলা দলের কমিটি গঠন

  • নভেম্বর ১৬, ২০২৪
বানারীপাড়া প্রতিনিধ। বরিশালের বানারীপাড়া পৌরসভায় নয়ন বেগমকে সভাপতি ও মাধবী খানমকে সাধারণ সম্পাদক করে পৌর মহিলা দলের কমিটি গঠন করা