সারাদেশ

ফেনীতে যৌথবাহিনীর অভিযান টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়েছে সন্ত্রাসী,অস্ত্র-গুলি উদ্ধার।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ছাগলনাইয়ার মধুগ্রামে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে,সন্ত্রাসী পালিয়ে যাওয়ায় এতে কাউকে  গ্রেফতার করা সম্ভব হয়নি।বৃহস্পতিবার (২ জানুয়ারি) যৌথ বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়,বুধবার রাত ৯ টায় মধুগ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে।অভিযানে অংশ নেয় সেনাবাহিনী ও পুলিশ।মূলত মধুগ্রাম এলাকায় মাদক কারবারি মাসুদ রানা ওরফে পিস্তল রানাকে আটকের জন্য অভিযানটি পরিচালনা করা হয়।কিন্তু সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে রাস্তায় অস্ত্র ফেলে পালিয়ে যান তিনি।পরে ঘটনাস্থল থেকে ২টি দেশীয় রাইফেল,১টি রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নজরুল ইসলাম বলেন,উদ্ধার করা অস্ত্র ও গুলি থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,