ফেনীতে স্বেচ্ছাসেবীর উদ্যোগে গুনীজনের মিলনমেলা।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর আয়োজনে জমজমাট মিলনমেলায় অনুষ্ঠিত।মিলনমেলায় এসে আবেগ আপ্লুত গুণীরা।অধ্যাপক তায়বুল হক বললেন,অনেক দূর এগিয়ে যাবে ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ।ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক তায়বুল হক বলেছেন,নতুন নতুন কর্মসূচি নিয়ে কাজ করছে ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ।আজকে তারা এক ছাদের নিচে গুণীজনদের একত্র করেছে।তারা আরো অনেক দূর এগিয়ে যাবে।তিনি রবিবার শহরের ইস্টিশন রেস্টুরেন্টে ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর আয়োজনে গুণীজনদের মিলনমেলার প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।প্রবীণ সাংবাদিক আবু তাহেরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর উৎপল কান্তি বৈদ্য,সরকারী জিয়া মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ডি এ বিলকিস আরা চৌধুরী,ফেনী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোক্তার হোসেইন,ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ডাঃতবারক উল্যাহ চৌধুরী বায়েজীদ,বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক জিয়াউদ্দিন মিষ্টার,বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সমাজ সেবক মোঃ ফারুক হারুন।বক্তব্য রাখেন ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর উপদেষ্টা জালাল উদ্দিন বাবলু, ফেনী কার্ডিয়াক হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মুহম্মদ মুসা হাসনাত,ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর সভাপতি ফয়জুল হক বাপ্পী,সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকি।সঞ্চালনা করেন সদস্য আসাদুজ্জামান দারা ও সমর দেবনাথ।অনুষ্ঠানে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী আব্দুল আলীম ও পিনশ্রী দত্ত।তবলায় সহায়তা করেন প্রদীপ দেবনাথ।অনুষ্ঠানে অতিথিদের মাঝ আরো ছিলেন প্রবীণ আইনজীবী খাজা মাইন উদ্দিন,মেজর সালাহউদ্দিন মমতাজ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম আহসান হাবীব সাজু,জাহিদ হোসেন বাবলু,ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমাসুদ রানা,দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃসোহরাব আল হোসাইন তানভীর,ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডেন্টাল সার্জন ডাঃ শিহাব উদ্দিন,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মোতালেব,ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক গোলাম হায়দার,সাবেক সহকারী জেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম ভূঁইয়া,দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী,বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নেসার আহমেদ সাবেক ব্যাংক কর্মকর্তা নুরুল করিম মামুন,বিশিষ্ট ব্যবসায়ী নারায়ন ভৌমিক,মোঃএয়াকুব মজুমদার,বিশিষ্ট সমাজ সেবক হাজী দ্বীন মোহাম্মদ।কবিতা পাঠ করেন কবি ইকবাল চৌধুরী,মাহবুবুল আলম,ওবায়েদ মজুমদার ও মনজুর তাজিম।অনুষ্ঠানে উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।উপহার প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সম্মাননা স্মারক দেয়া হয় ইসলাম ফার্নিচার এর সৌজন্যে।এছাড়া চার্টার্ড লাইফের সৌজন্যে ক্যালেন্ডার,ফেনী কার্ডিয়াক হাসপাতালের সৌজন্যে মগ,এলিট প্রোপার্টিজ এর সৌজন্যে কফি কাপ,ই ফাতাহ অনলাইন শপের সৌজন্যে চাবির রিং ও ইসলাম ফার্নিচারের সৌজন্যে কলম উপহার দেয়া হয়।অনুষ্ঠানে অতিথিরা ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর নানা কর্মসূচিতে সহায়তার আশ্বাস দেন।