ফেনীর সোনাগাজীতে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার ও অপহরণকারী কে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর সোনাগাজীতে অপহৃত কিশোরী স্কুল ছাত্রী কে এক মাসেও উদ্ধার করতে পারেনি পুলিশ।অপহরণকারী ছাত্রলীগ নেতা আরমান হোসেন কে গ্রেফতার করতে না পারায় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কিশোরীর পরিবার।মঙ্গলবার বিকালে সোনাগাজী পৌরশহরের আপ্যায়ন রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অপহৃত কিশোরীর পিতা সৌদি প্রবাসী একরামুল হক,তার স্ত্রী সেলিনা বেগম সহ পরিবারের অপরাপর সদস্যরা।
এই সময় তারা অভিযোগ করেন,তাদের মেয়ে মতিগঞ্জ আরএম হাট কে উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। গত ২ ডিসেম্বর বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে মতিগঞ্জ ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আরমান হোসেনের নেতৃত্বে,আল আমিন ও শাখাওয়াত হোসেন সহ ৪-৫জন দুর্বৃত্ত তাদের মেয়েকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।আহৃতের মা বাদী হয়ে ছাত্রলীগ নেতা আরমান হোসেন সহ তার সহযোগীদের নাম উল্লেখ করে গত ৮ ডিসেম্বর সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন,মামলা নং-৭।থানায় মামলা দায়েরের এক মাস অতিবাহিত হলেও তাদের কিশোরী কন্যা কে উদ্ধার করতে পারেনি পুলিশ এবং অপহরণকারী আরমান ও তার সহযোগিদের গ্রেফতার করতে না করায় তাদের একমাত্র মেয়ের নিরাপত্তা নিয়ে শংকিত হয়ে পড়েছেন। তারা দাবি করেন এর আগে স্কুলে যাওয়া আসার সময় ছাত্রলীগ নেতা আরমান হোসেন তাদের মেয়েকে উত্ত্যক্ত করত।তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পরিকল্পিত ভাবে তাকে অপহরণ করেছে।বিগত সৈরাচার সরকারের আমলে তার ভয়ে তারা কোন ধরণের আইনগত ব্যাবস্থা নিতে পারেননি।অপহৃতের নিকটাত্মীয় বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টার বলেন,তথ্য প্রযুক্তির এই সময়ে এক মাসেও ভুক্ত ভোগিকে উদ্ধার কিংবা মূল আসামি গ্রেফতার করতে না পারায় আমরা উদ্বিগ্ন,আশা করি অল্প সময়ের মধ্যেই ভিকটিম কে উদ্ধার ও অহরণকারীকে গ্রেফতার করতে পুলিশ কার্যকর ভূমিকা পালন করবে।একটি প্রভাবশালী মহলের অব্যাহত হুমকিতে অপহৃতের পরিবার নিরাপত্তা হীনতায় রয়েছেন বলে দাবি করেন।