ফেনীর সোনাগাজীতে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ স্মারকলিপি প্রদান।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ঢাকার টঙ্গী ইজতেমায় গভীর রাতে হামলার প্রতিবাদে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে ফেনীর সোনাগাজীতে সম্মিলিত ওলামায়ে কেরাম সোনাগাজী পৌর শহরে বিক্ষোভ সমাবেশ করে।শেষে সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক মোহাম্মদ গোলাম হক্কানীর হাতে ফেনীর পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করে।দারুল উলুম আল হোসাইনিয়া ওলামা বাজার মাদ্রাসার নায়েবে মোহতামীম মাওলানা আবু সাঈদের সভাপতিত্বে রাশেদ ইকবাল রাজুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন,ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম,বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক এনামুল হক মুছা,দারুল উলুম আল হোসাইনিয়া ওলামা বাজার মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল হালিম, হেফাজতে ইসলামের উপজেলা সাধারণ সম্পাদক মূফতি নিজাম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক নুরুল আলম,তালীমুদ্দিন হালিমিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আতা উল্যাহ,উলামা মাসায়েখ আইম্মা পরিষদের উপজেলা সভাপতি মুহাদ্দিস মূফতি আহসান উল্যাহ,সাধারণ সম্পাদক মাওলানা আহমাদুল হাসান মাসউদ,ইসলামী যুব আন্দোলনের সাবেক উপজেলা সভাপতি ইব্রাহীম সাকিল,উপজেলা ওলামা দলের আহবায়ক আব্দুল মতিন,ফেনী জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সিরাজুল হক,খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান।এই সময় মিফতাহুল উলুম মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা আশ্রাফ আলী,মাওলানা ইয়াকুব মিজান,ইব্রাহীম রিয়াদ,তালীমুল কুরআন মাদ্রাসার পরিচালক মোহাম্মদ সাইফুল্যাহ,মাওলানা দেলোয়ার হোসেন মেহেদী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।বক্তারা দ্রুত সময়ের মধ্যে মাওলানা সাদপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধে অন্তবর্তীকালীন সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করে।পাশাপাশি সোনাগাজীতে সকল মসজিদে সাদপন্থীদের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞার ঘোষণা দেয়া হয়।এবং এতে প্রশাসনিক সহযোগিতা কামনা করে স্মারকলিপি প্রদান করে।