ফেনীর সোনাগাজীতে ৩ লক্ষ টাকার ভিটুমিন লুট।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর সোনাগাজী উপজেলার ইছাপুর সড়ক নির্মান কাজের ভিটুমিন রাতের আঁধারে লুট করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার মধ্যরাতে এই ঘটনা ঘটে।লুট হওয়া ১২ ড্রাম ভিটুমিনের মূল্য প্রায় তিন লক্ষা টাকা বলে জানিয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠান এম কে এম কনস্ট্রাকশন।জানাগেছে,মধ্যরাতে একটি বড় ট্রাক বোঝাই করে ডাকাতদল নির্মাণাধীন রাস্তার পাশে রাখা ১২টি ভিটুমিনের ড্রাম উঠিয়ে নিয়ে যায়।ঠিকাদারি প্রতিষ্ঠান এমকেএম কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মাহতাব হোসেন চৌধুরী জানান,এলজিইডির একটি রাস্তার কার্পেটিং এর কাজে ব্যবহারের জন্য ভিটুমিন আনা হয়েছিল।রাতের আঁধারে ৩ লক্ষ টাকার ভিটুমিন নিয়ে গেছে দুর্বৃত্তরা।মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।ফেনীর সোনাগাজী থানার ওসি বায়েজীদ আকন জানান,তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।