বইমেলায় সাগর চন্দ্র রায় এর প্রথম বই ‘একটা তুমি ছিলে ‘

অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে প্রকাশিত হচ্ছে সাগর চন্দ্র রায় এর নতুন কাব্যগ্রন্থ ‘একটা তুমি ছিলে। বইটি প্রকাশ করছে সপ্তর্ষি প্রকাশনী। প্রচ্ছদ করেছেন আল নোমান।
প্রকাশক জানান, ‘একটা তুমি ছিলে বইটি অমর একুশে বইমেলায় ৪২৬-৪২৭ স্টলে পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ মূল্য ২৩০ টাকা।
‘একটা তুমি ছিলে’ বইটি সাগর চন্দ্র রায় এর প্রথম কাব্যগ্রন্থ।
বইটি বিরহ এবং অনুভূতির সংবেদনশীল দিকগুলোকে কেন্দ্র করে লেখা।
আপনাদের ভালোবাসা ও সমর্থন আমার পথচলাকে অনুপ্রাণিত করেছে। আশা করি, বইটি আপনাদের ভালো লাগবে।