সারাদেশ

বরুড়ার ছোট লক্ষীপুর গ্রামে বিরল প্রজাতির গন্ধগোকুল/সিভেট বিড়াল আটক।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা।

 

কুমিল্লার বরুড়ার ছোট লক্ষীপুর গ্রামে বিরল প্রজাতির গন্ধগোকুল/সিভেট বিড়াল আটক।

গত সোমবার রাত ১১ টায় দিকে বরুড়ার ভাউকসার ইউনিয়নের ছোট লক্ষীপুর গ্রামের খন্দকার এনামুল হকের কবুতর খাওয়া উদ্দেশ্যে ঢুকলে কবুতরের খোপ থেকে আটক করা হয়।

এলাকাবাসী জানান, এই প্রাণীটি গত পাঁচ/ছয় মাস ধরে এলাকায় দেখা যাচ্ছে। কবুতরের বাচ্চা, হাঁস, মুরগী শিকার করেছে। এটির অত্যাচারে অনেকই কবুতর পালন ছেড়ে দিয়েছেন। রাতের আধাঁরে মানুষকেও আক্রমণের চেষ্টা করে।
সাম্প্রতিক সময়ে একই এলাকার শ্রীপুর গ্রামে মাছ ধরার টেটা দিয়ে দুইটি প্রাণীকে হত্যা করতে বাধ্য হয় এলাকাবাসী।

এ বিষয়ে বরুড়া উপজেলা বন কর্মকর্তা জনাব কাজী সাইফুল ইসলামের গতকাল ফোনে জানান, এটি একটি বিরল প্রজাতির বন্যপ্রাণী। প্রাণীটির বৈজ্ঞানিক নাম প্যারাডক্সুরাস হারমাফ্রোডিটাস এবং ইংরেজিতে এশিয়ান প্লাম সিভেট নামে পরিচিত। কুমিল্লার লালমাই পাহাড় এলাকায় এর আবাস্থল রয়েছে।

আকটকৃত গন্ধগোকুল/ সিভেট বিড়াল। ছবি: খন্দকার মহিবুল হক।

খোঁজ নিয়ে জানা যায়, বিগত কয়েক বছর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাসের জন্য পাহাড়ি এলাকায় ১৯৪.১৯ একর জমি অধিগ্রহণ করে। তাছাড়া পাহাড়ের বিভিন্ন যায়গা দখল করে বাড়ি ঘর নিমার্ণ করার কারণে বনাঞ্চল কমে প্রাণীগুলো  খাদ্য সংকটে লোকালয়ে ছড়িয়ে পড়ছে।

গন্ধগোকুল মূলত একটি নিশাচর প্রাণী। ফল, ফুল, ছোট পোকামাকড় ইত্যাদি খায়। বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী সংরক্ষিত প্রাণী। প্রাণীটি ধরা, হত্যা করা, খাঁচায় রাখা বা বেচাকেনা— আইনত দণ্ডনীয় অপরাধ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,