সারাদেশ

বাবা মায়ের ভুলে স্কুলে না গিয়ে গ্রীলের দোকানে পেটে ভাতে জাহিদুল 

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম এলাকার রাজ মিস্ত্রী রমজান আলীর বড় সন্তান জাহিদুল ইসলাম। বয়স আট কি নয় হবে। হরগজ রফিকের দোকান থেকে ভ্যানে চড়ে সাটুরিয়া হাটে আসে জানালার গ্রিল বিক্রি করতে।
যে বয়সে কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সাথে খেলাধুলা করার কথা, সেই বয়সে বেঁচে থাকার তাগিদে পেটে ভাতে দোকানে কাজে নেমে পড়েছে জাহিদ।
জাহিদের সঙ্গে কথা বলে জানা যায় বাবা মা কেউ বাড়ী নাই। ৮/৯ মাস মা কোথায় যেন চলে গেছে। মায়ের নাম বলতে পাড়েনি। বাবার নাম রমজান সেও কোথায় যেন চলে গেছে বাড়ী আসে না। জাহিদের ছোট আরও দুই ভাই আছে। বু (দাদী) আছে বাড়ীতে। খাওয়ার জন্য গ্রীলের দোকানে পাঠিয়েছে বু। দোকানে থাকলে দু বেলা খাইতে দেয়। আবার সপ্তাহ শেষে টেকাও দেয়। স্কুলের কথা জিজ্ঞাসা করলে বলে ভাল লাগেনা স্কুলে যেতে।
দোকানের মালিক সাকু বলেন, এতটুকু ছেলে কি আর কাজ করবে। ফাইল ফরমাইজ শুনে। বাপে আরেকটা বিয়া ক ইরা কোথায় গেছে বলতে পারে না। মায়েও আরেক জনের সাথে বছর খানিক হয় চ ইলা গেছে ৩টা ছেলে রাইখা। ওর দাদীর লালন পালন কষ্ট হয়। তাই দোকানে নিয়া আসছি কাজ কর্ম কিছু করাই না। বাপ মা দুজনেই নিজেদের সুখের জন্য পোলাপান গুলারে ফালাইয়া গেছে। জাহিদের হাতে প্রতিবেদক ২০ টাকা দিয়ে বলল কিছু কিনে খাও। প্রথমে নিতে চায় নি বলে ট্যাকা নিমু না কাক্কায় দেয়। অনেক জোড়াজুড়ির পর টাকাটা নিয়ে বলল ছবি তুলবেন?
নিজ বয়সী অন্য শিশুদের সঙ্গে খেলা করার বয়স কিন্তু কাজে নেমে পড়েছে জাহিদুল ইসলাম।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং