সারাদেশ

বালিয়াডাঙ্গীতে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে বাড়িতে দুর্ধর্ষ চুরি

মোঃ মনিরুজ্জামান অনিকঃ বালিয়াডাঙ্গী,ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী  উপজেলার দুওসুও  ইউনিয়নের বেংরোল জিয়াবাড়ী গ্রামের আব্দুল হামিদের  বাড়িতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ  শনিবার (১৪) ই ডিসেম্বর গভীর রাতের এ ঘটনায় পঁয়ত্রিশ হাজার টাকা,চার ভরি স্বর্ণ, দুইটি মোবাইল ও বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে জানা যায়।

এ ঘটনায় ওই বাড়ির মালিক আব্দুল হামিদ (৪৮) জানান, বালিয়াডাঙ্গী থানায়  অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযোগে তিনি বলেন, কে বা কারা আমি ও আমার পরিবারের সকলকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অচেতন করে আমার বাড়ির তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। বাড়িতে আলমারির তালা ভেঙে চার ভরি স্বর্ণ  জ্যাকেটের পকেটে রাখা নগদ পঁয়ত্রিশ হাজার টাকা দুইটি মোবাইল  চুরি করে নিয়ে যায় তারা।

এ বিষয়ে  স্থানীয় ইউপি সদস্য এম হাসান আলী জানান ,আমি নিজে ঘটনাস্থলে গিয়ে দেখেছি, ঘটনাটি সত্য।তবে এর আগে আমাদের এলাকায় এমন ঘটনা ঘটেনি।এ বিষয়ে প্রশাসনের পূর্ণ সহযোগিতা চেয়ে তিনি বলেন,উক্ত ঘটনার মামলার প্রস্তুতি চলছে। আশা করছি প্রশাসন উপযুক্ত  তদন্তের মাধ্যমে বিষয়টি কঠোর হস্তে দমনের সিদ্ধান্ত  নিবেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং