বিজয়ের মাসে জন্ম, আজ ৮ বছরে কুয়াকাটার স্বপ্নের চর বিজয়
আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী প্রতিনিধিঃ-
সমুদ্রের মাঝে নবজাগ্রত কুয়াকাটার সম্ভাবনাময় দ্বীপ চর বিজয় আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) উদযাপন করলো তার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী। সকাল থেকেই কুয়াকাটা চর বিজয় সোসাইটির উদ্যোগে দ্বীপজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় বাসিন্দা, ভ্রমণপিপাসু পর্যটক ও অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো চর।
দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল—দোয়া ও মিলাদ মাহফিল, পরিচ্ছন্নতা কর্মসূচি, কেক কাটা এবং বৃক্ষরোপণ। ছোট পরিসরে হলেও সকলের অংশগ্রহণে দিনটি হয়ে ওঠে স্মরণীয়।

২০১৭ সালের ৪ ডিসেম্বর সাংবাদিক ও ট্যুরিজম ব্যবসায়ী হোসাইন আমির, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমান, মাওলানা মান্নান, সাংবাদিক আরিফসহ একটি দল সমুদ্রের বুকে এ চরটি আবিষ্কার করেন। বিজয়ের মাসে খুঁজে পাওয়ায় এর নাম রাখা হয় ‘চর বিজয়’। সেই থেকে কুয়াকাটার ১৩টি দর্শনীয় স্পটের সঙ্গে যুক্ত হয় আরেকটি মোহনীয় দ্বীপ—যার যাত্রা শুরু সেই দিন থেকেই।
কুয়াকাটা সৈকত থেকে প্রায় ২০ কিলোমিটার পূর্ব–দক্ষিণে অবস্থিত চর বিজয়ের চারপাশ জুড়ে অথই পানি, মাঝখানে লাল কাঁকড়া, অতিথি পাখি আর নীরব প্রকৃতির মায়াবী সাজ পর্যটকদের দৃষ্টি কাড়ে প্রথম দেখাতেই।
চর বিজয়ের আবিষ্কারক ও ট্যুরিজম ব্যবসায়ী হোসাইন আমির বলেন, “চর বিজয় শুধু একটি নবজাগ্রত দ্বীপ নয়; এটি কুয়াকাটার পর্যটন সম্ভাবনার নতুন দিগন্ত। সঠিক পরিকল্পনা ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি দেশের অন্যতম আকর্ষণীয় ইকো-ট্যুরিজম স্পটে পরিণত হতে পারে।”
স্থানীয়রা জানান, খুব অল্প সময়ের মধ্যেই চর বিজয় পরিণত হয়েছে পর্যটকদের নিরাপদ ভ্রমণ স্থান, মৎস্য আহরণের কেন্দ্র এবং স্থানীয়দের নতুন সম্ভাবনার দ্বীপ হিসেবে। স্বাধীনতার চেতনা জড়ানো এ দ্বীপের প্রতিষ্ঠাবার্ষিকী তাই স্থানীয়দের কাছে আবেগেরও বিষয়।
কুয়াকাটা চর বিজয় সোসাইটির সদস্য জনি আলমগীর বলেন, “দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এবারের আয়োজন ছোট করা হয়েছে। তবে যতদিন বেঁচে আছি, ইনশাআল্লাহ প্রতি বছর এই দিনটি পালন করা হবে—কুয়াকাটা পর্যটনে নতুন মাত্রা যোগ করতেই।”
উদযাপনে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি কাজী সাঈদ, সাংবাদিক কে এম শাহবুদ্দিন সিহাব, কুয়াকাটা চর বিজয় সোসাইটির সদস্য জনি আলমগীর, জাকারিয়া জাহিদ, পর্যটন ব্যবসায়ী কবির খানসহ আরও অনেকে।





