সারাদেশ

‘বিনোদন ভাই’ পেজের মালিকানা নিয়ে সংঘর্ষ, হাত ভাঙলো যুবকের

আসাদুল্লাহ হাসান মুসা,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালীতে জনপ্রিয় ফেসবুক পেজ ‘বিনোদন ভাই’ এর মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে কনটেন্ট ক্রিয়েটর মো. শফিকুল ইসলামের (১৮) বড় ভাই মো. শাহাদাত হোসেনের (২৪) এর উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে একই পেজের আরেক মালিক বনি আমিনের নাম উঠে এসেছে। হামলায় গুরুতর আহত শাহাদাত হাসপাতালে চিকিৎসাধীন।

 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কালিচন্না গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা শাহাদাতকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে মো. শফিকুল ইসলাম ও বনি আমিন যৌথভাবে ‘বিনোদন ভাই’ নামে ফেসবুক পেজটি চালু করেন। এটি জনপ্রিয় হয়ে মনিটাইজেশনের আওতায় আসার পর বনি আমিন এককভাবে মালিকানা দাবি করতে থাকেন। এরপর থেকেই শফিকুলের সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে শফিকুল পেজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সম্পূর্ণ মালিকানা বনি আমিনের হাতে চলে যায়।

 

শফিকুলের পরিবার এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানালে শুক্রবার বিকেলে তার বড় ভাই মো. শাহাদাৎ হোসেন (২৪) এ বিষয়ে কথা বলতে গেলে বনি আমিন ও তার সহযোগীরা তাকে মারধর করে। এতে তার হাত ভেঙে যায়। স্থানীয়রা গুরুতর আহত শাহাদাৎকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

আহত শাহাদাৎ বলেন, “আমি শুধু আমার ভাইয়ের ন্যায্য হিস্যা চেয়েছিলাম। কিন্তু তার জন্য আমাকে নির্মমভাবে মারধর করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

 

অপরদিকে, অভিযুক্ত বনি আমিন হামলার কথা স্বীকার করে বলেন, “আমি শাহাদাতকে মেরেছি, এটা সত্যি। তবে এটি কোনো পেজের বিষয় নয়, পারিবারিক সমস্যা থেকেই এ ঘটনা ঘটেছে।” তিনি আরও দাবি করেন, তার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, তিনি সেইসব মিডিয়ার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেবেন।

 

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “ভুক্তভোগীর পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে বনি আমিন থানায় ফোন করে জানিয়েছেন, তার ওপরও হামলা হয়েছে এবং তিনি মামলা করতে চান।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং