সারাদেশ

ভোট ব্যাংক ভারি করতে দুর্বৃত্তদের আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবেনা : আসাদুজ্জামান রিপন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, ভোট ব্যাংক ভারি করতে দলে দুর্বৃত্ত ও দুষ্কৃতিকারীদের কোনোভাবেই আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবেনা।

সোমবার(১৩ অক্টোবর) বিকেলে পাইকগাছা পৌরসভার শহীদ মিনার চত্বরে উপজেলা ও পৌর যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত ১৫ বছরে পতিত আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে প্রশাসন ও পুলিশ বাহিনী দিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে। মিথ্যা মামলায় হয়রানি, গুম, খুন, লুটপাট-এসবের মাধ্যমে তারা জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের নেতৃত্বের দাবিদার দলটি গণআন্দোলনের মুখে ৫ আগস্টে পতন ঘটায়-যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। তাদের নেত্রী থেকে শুরু করে চেলা-চামুন্ডারা পালিয়ে বেড়াচ্ছে।

দলকে দুর্বৃত্তমুক্ত রাখার আহ্বান জানিয়ে রিপন বলেন, আমরা কোনোভাবেই ওই সব অসৎ ও দুষ্কৃতিকারীদের দলে জায়গা দেব না। দেশের জনগণ আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রক্ষমতায় বসাবে।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি আরও বলেন, এই দলটি ইহুদি পদ্ধতির ‘পিআর সিস্টেম’ নিয়ে জল ঘোলা করছে। ৫ আগস্টের আগে তারা কখনো পিআর পদ্ধতির কথা বলেনি, এখন নির্বাচনের আগে বিভ্রান্তি ছড়াতে সাইনবোর্ড-প্যানা টাঙিয়ে মাঠে নেমেছে। তারা চায় ১৩’তম জাতীয় নির্বাচনকে ব্যাহত করতে। কিন্তু এদেশের মানুষ পিআরের নামে কোনো ষড়যন্ত্র মেনে নেবে না-যথা সময়ে দেশে ভোট অনুষ্ঠিত হবে।

উপজেলা যুবদলের আহ্বায়ক তহিদুজ্জামান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, সিনিয়র আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোল্লা খাইরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত, সদস্য সচিব নাদিমুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ সহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সমাবেশটি সঞ্চালনা করেন যুবদল নেতা রুস্তম আলী, ইমরান হোসেন ও আনোয়ারুল ইসলাম।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,