সারাদেশ

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে ০৩ জন আসামীসহ ১৮,৯১,১০০/-(আঠারো লক্ষ একানব্বই হাজার একশত) টাকার ভারতীয় ০৪ কেজি গাঁজা, ১৯৮ বোতল ফেন্সিডিল এবং বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য আটক।

বেনাপোল প্রতিনিধি :
যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ ১৮,৯১,১০০/-(আঠারো লক্ষ একানব্বই হাজার একশত) টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। অদ্য ১১ ডিসেম্বর ২০২৪ তারিখে বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট, বেনাপোল আইসিপি এবং আন্দুলিয়া বিওপি’র সীমান্ত এলাকায় যশোর ব্যাটালিয়ন(৪৯ বিজিবি)বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মালামাল এবং মাদকদ্রব্য আটক করে। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও চোরাচালান মালামাল আটকের ক্ষেত্রে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টের বিশেষ আভিযানিকদল জেলেপাড়া পাঁকা রাস্তার উপর গাড়ি তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে আনয়নকৃত ১,১৮,৭০০/-(এক লক্ষ আঠারো হাজার সাতশত) টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স আটক করে। আমড়াখালী চেকপোস্টের বিশেষ আভিযানিকদল  গয়রা পাকা রাস্তার উপর গাড়ি তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে আনয়নকৃত ১,৬৬,১৫০/-(এক লক্ষ ছেষট্টি হাজার একশত পঞ্চাশ) টাকা মূল্যের ভারতীয় চাদর এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করে। বেনাপোল বিওপি’র বিশেষ আভিযানিকদল বেনাপোল পোর্ট থানাধীন কাস্টমস হাউজ সংলগ্ন মেইন রাস্তার উপর হতে মালিকবিহীন অবস্থায় ৬৪,৪০০/-(চৌষট্টি হাজার চারশত) টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করে। বেনাপোল বিওপি’র বিশেষ আভিযানিকদল বেনাপোল পোর্ট থানাধীন নামাজ গ্রামস্থ রাস্তার উপর হতে মালিকবিহীন অবস্থায় ১,৫৫,৬০০/-(এক লক্ষ পঞ্চান্ন হাজার ছয়শত) টাকা মূল্যের ভারতীয় পোশাক সামগ্রী এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করে। আমড়াখালী চেকপোস্টের বিশেষ আভিযানিকদল  জেলেপাড়া পাঁকা রাস্তার উপর গাড়ি তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে আনয়নকৃত ১,৯৫,১৫০/-(এক লক্ষ পঁচানব্বই হাজার একশত পঞ্চাশ) টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করে। বেনাপোল আইসিপি’র বিশেষ আভিযানিকদল মেইন পিলার ১৮/৮-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আন্তজার্তিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ভারত হতে আগত পাসপোর্টধারী যাত্রীদের ব্যাগ তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে আনয়নকৃত ১০,৯৭,৯০০/-(দশ লক্ষ সাতানব্বই হাজার নয়শত)টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পোশাক সামগ্রী, হোমিও ঔষধ, কম্বল এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আন্দুলিয়া বিওপি’র বিশেষ মাদক বিরোধী আভিযানিকদল মেইন পিলার ৪২/৩-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আড়সিংড়ী গ্রামস্থ পুকুর পাড় হতে ০১ জন আসামীসহ ৩৪,০০০/-(চৌত্রিশ হাজার) টাকা মূল্যের ভারতীয় ৫০ বোতল ফেন্সিডিল ও ০৪ কেজি গাঁজা আটক করে। আটককৃত ব্যক্তির নাম মোঃ সোহাগ আলী (৩২), পিতা-মোঃ আমিনুর রহমান, গ্রাম-বল্লভপুর, থানা-চৌগাছা, জেলা-যশোর। আমড়াখালী চেকপোস্টের বিশেষ মাদক বিরোধী আভিযানিকদল শার্শা থানাধীন যাদবপুর গ্রামস্থ নাভারন সাতক্ষীরা মোড় বাস স্ট্যান্ডের যাত্রী ছাউনির সামনে বেনাপোল টু যশোরগামী পাকা রাস্তার উপর গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তল্লাশি করে ০২ জন আসামীসহ ৫৯,২০০/-(ঊনষাট হাজার দুইশত) টাকা মূল্যের ভারতীয় ১৪৮ বোতল ফেন্সিডিল আটক করে। আটককৃত ব্যক্তিদের নাম ও ঠিকানা (১) মোঃ মুজাহিদুল হোসেন (২৭), পিতা-মোঃ এনামুল সর্দার, গ্রাম-বেউলা, থানা-আশাশুনি এবং (২) মোঃ শাহিনুর শেখ (১৮), পিতা-মোঃ শওকত আলী শেখ, গ্রাম-নওপাড়া, থানা-দেবহাটা, উভয়ের জেলা-সাতক্ষীরা।
বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল বেনাপোল কাস্টমস এ এবং আসামীসহ মাদকদ্রব্য চৌগাছা ও শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

Do You Like Your Playing Style? Try New Kill La Kill

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected