যশোরে চৌগাছায় হঠাৎ শিলা বৃষ্টি

স্টাফ রিপোর্টার – মেহেদী হাসান শিপলু – চৌগাছা (যশোর)
চৌগাছায় হঠাৎ শিলাবৃষ্টির কারণে কৃষকের বোরো ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কেটে রাখা ধান বৃষ্টির পানির নিচে আর যে সকল ধান এখনো কাটা হয়নি অধিকাংশ শিলার আঘাতে ঝরে পড়েছে। কৃষক এই ক্ষতি কিভাবে কাটিয়ে উঠবে সেই চিন্তায় দিশেহারা ।
আজ সোমবার (২৮-০৪-২০২৫) দুপুর দুইটার দিকে চৌগাছের আকাশ কালো মেঘ ছেয়ে পড়ে, এরপর শুরু হয় ঝড়ো হাওয়া সেই সাথে রিমঝিম বৃষ্টি ও শিলা পড়তে থাকে। এক সময় বৃষ্টি গতি কম হলেও প্রচুর পরিমাণে শিলা পড়তে থাকে। দীর্ঘ সময় ধরে শিলা বৃষ্টি কারণে চৌগাছায় উঠতি ফসল এবং বিশেষ করে বোরো ধানের অনেক ক্ষতি হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। এখন যে সময় চলছে এই সময়ে কৃষকের বোরো ধান কাটার ভরা মৌসুম।আর এই ভরা মৌসুমে হঠাৎ শিলাবৃষ্টির কারণে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন গ্রামে সংবাদ নিয়ে জানা গেছে, প্রতিটি গ্রামের কৃষকের হঠাৎ বৃষ্টিতে ফসলের এবং বিশেষ করে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। অপেক্ষাকৃত নিচু এলাকার বোরো ধান বর্তমানে বৃষ্টির পানির নিচে। আর যেসব ধান এখনো কাটার সম্ভব হয়নি সেই ধান শিলার আঘাতে ঝড়ে পড়েছে জমির মাটিতে ।
এদিকে একটানা শিলাবৃষ্টির কারণে মাঠে পটল,কচু, উচ্ছে,বরবটি, তিল সহ নানা ধরনের সবজিরও ব্যাপক ক্ষতির আশঙ্ক করছেন চাষিরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসাইন জানান, বর্তমানে বোরো ধান কাটার ভরা মৌসুম চলছে চৌগাছাতে। হঠাৎ শিলা বৃষ্টির কারণে কৃষকের মাঠে বোরো ধানের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে কি পরিমান ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। কৃষি অফিসের কর্মকর্তাগন বৃষ্টি থামার সাথে সাথে বিভিন্ন গ্রামে ছুটে গেছেন, তারা কেটে রাখা ধান খেত থেকে পানি নিষ্কাশন করার পরামর্শ দিচ্ছেন কৃষককে। আমরা কৃষি অফিস সর্বদা কৃষকের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি।