সারাদেশ

যশোরের চৌগাছায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী কৃষি মেলা

মেহেদী হাসান শিপলু – স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)

যশোরের চৌগাছায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোববার সকালে উপজেলা পরিষদ চত্তরে মেলার উদ্বধোন করেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শামীম খান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম, আমিরুল ইসলাম, নাজমুল ইসলাম, বাদশা ফয়সাল, শাকিল আহমেদ, আজমীর হুসাইন, তাপস কুমার ঘোষ, সাইফুল ইসলাম, রহনা খাতুন ও গোলাম হোসেন, বীজ ডিলার হারুণ অর রশীদ, নার্সারি মালিক জুলফিকার আলী, আসলাম হোসেন, জাহাঙ্গীর আলম ও মনসুর আলী, বালাইনাশক কোম্পানীর প্রতিনিধিসহ বিভিন্ন ইউনিয়নের গ্রাম থেকে আগত কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন।
কৃষি মেলার উদ্বোধন শেষে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,