রাজিবপুরে অপহরণকারীদের বাঁচাতে উল্টো ভুক্তভোগীদের চাঁদাবাজ সাজিয়ে থানায় অভিযোগ
কুড়িগ্রাম প্রতিনিধি:
ঈদের দিন রাত্রে রাজিবপুরের মরিচাকান্দিতে অটো গাড়িতে থাকা নারী ও শিশুদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে রাজিবপুরের কয়েকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক৷ এ ঘটনা কে কেন্দ্র করে ভুক্তভোগী নারীর পিতা লতিফ বিশ্বাস ১ এপ্রিল ২০২৫ রাজিবপুর থানায় ” নারী শ্লীলতাহানি ও মুক্তিপণ আদায়ের চেষ্টা ” এ নিয়ে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত চার পাঁচ জনের নামে মামলা রুজু করেন৷ ওই দিনে অভিযুক্ত প্রধান আসামি মেহেদী কে গ্রেফতার করা হয় বাকিগুলো পলাতক রয়েছে৷ যদিও আসামি নিশাত ও জাহিদুল ইসলাম আশা কয়েক দফায় ভুক্ত ভোগীর সাথে মীমাংসা করার চেষ্টা করেছে৷ কিন্তু বাকি দুজন আসামী মিমাংসা না চাওয়ার কারণে সম্ভব হয় নি বলে জানান ভুক্তভোগী৷
এদিকে গত ৪ এপ্রিল ২০২৫ ইং প্রধান আসামি মেহেদির মা ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে রাজিবপুর থানায় চাঁদাবাজের অভিযোগ করে৷
এ ব্যাপারে ভুক্তভোগী শিহাবের কাছে জানতে চাইলে তিনি বলেন – আমার স্ত্রী ও চাচাতো বোনকে অপহরণ করতে চেয়েছিল তারা এবং সমন্বয়ক পরিচয়ে আমাদের দেখে নেওয়ার হুমকি দেয়৷ এখন তারাই উল্টো আমাদের চাঁদাবাজ বানিয়ে অভিযোগ করে৷ এটা কোন বিশ্বাসযোগ্য অভিযোগ?
তিনি আরো বলেন এর সঠিক তদন্ত হওয়া উচিত৷ দোষীদের অবশ্যই শাস্তি পেতে হবে৷