রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মাহমুদ সানি, রায়পুর(লক্ষ্মীপুর) :
লক্ষ্মীপুরের রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় শহরের গুহা চাইনিজ রেস্টুরেন্টে কলেজ ছাত্রদলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব যোবায়েরুল ইসলাম চৌধুরী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক মাহফুজ হোসেন, আহসানুল ইসলাম আপন, সাব্বির পাটোয়ারী, জিসান মৈশাল,আহবায়ক কমিটির সদস্য আরমান হোসেনসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী জান্নাতুল মাওয়া পিমা ও নূরের নাহার ইশা-কে সংবর্ধনা প্রদান করা হয়।
বক্তারা বলেন, এ ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে এবং তাদের ভবিষ্যৎ জীবনে সাফল্যের পথে এগিয়ে যেতে উৎসাহ জোগাবে।
তারা শিক্ষার্থীদের মেধা ও সততার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।