সারাদেশ

রায়পুরে বাসার গ্রীল কেটে চুরি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

 

 

  1. মাহমুদ সানি, রায়পুর (লক্ষ্মীপুর)প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা খেজুরতলা এলাকায় একটি বসতবাড়িতে গ্রীল কেটে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, আমি আমার বাচ্চা কে নিয়ে ডাক্তার দেখাতে গেলে,চোরেরা রাতের কোনো আনুমানিক রাত ৮ থেকে ৯ ভিতরে বাসার জানালার গ্রীল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে ঘরের আলমারি ভেঙে তারা প্রায় ১ লক্ষ ২৪ হাজার নগদ টাকা ও হাতে আংটি ৬ টি ওজন ১ভরি উপরে স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এ সময় ঘরের অন্যান্য মূল্যবান সামগ্রীও তছনছ করা হয়।

এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, “খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ

করছে।

 

 

 

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,