সারাদেশ

রোগীর ছদ্মবেশে হাসপাতালে দুদক, খোজ মিলল অনিয়ম জালিয়াতির

প্রতিনিধি
জামালপুর

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গোপন অভিযানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শনিবার (২৪ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টানা চার ঘণ্টা এ অভিযান চালায় দুদক জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম।

অভিযানের শুরুতে দুদকের কর্মকর্তারা সাধারণ রোগীর ছদ্মবেশে হাসপাতাল এলাকায় প্রবেশ করে তথ্য সংগ্রহ করেন। পরে সরাসরি অভিযান পরিচালনা করে তারা হাসপাতালে একাধিক অনিয়ম ও গাফিলতির চিত্র তুলে ধরেন।

দুদক জানায়, অভিযানে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি, রোগীদের খাবারে ঘাটতি, ওষুধ বিতরণে অব্যবস্থাপনা এবং ঠিকাদারি কার্যক্রমে নানা গড়মিলের প্রমাণ পাওয়া গেছে। নিয়ম অনুযায়ী প্রতিদিন দুপুর ও রাতে একজন রোগীকে ২১০ গ্রাম খাবার দেওয়ার কথা থাকলেও বাস্তবে দেওয়া হচ্ছে মাত্র ১১২ গ্রাম।

দুদক জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. জিহাদুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে অনিয়ম চলার অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আবাসিক মেডিকেল অফিসারকে (আরএমও) না পেলেও তার প্রতিনিধির উপস্থিতিতে তথ্য যাচাই করা হয়েছে। খাবারের ঘাটতি ও ওষুধ বিতরণে অনিয়ম প্রমাণিত হয়েছে। আরও তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

দুদক সূত্রে জানা গেছে, অভিযানে প্রাপ্ত সব তথ্য সংরক্ষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে।।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,