শহীদ কন্যার গণধর্ষনের বিচারের দাবিতে পটুয়াখালী বিএনপির মানববন্ধন
আসাদুল্লাহ হাসান মুসা,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালীর দুমকি উপজেলায় কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন।
শনিবার (২২ মার্চ) দুপুর ১২টায় পটুয়াখালী ঝাউতলা মোড়ের তরুয়া চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সিনিয়র সদস্য মোস্তাক আহমেদ পিনুর সভাপতিত্বে এতে অংশ নেন-পাবলিক প্রসিকিউটর এডভোকেট মজিবুর রহমান টোটন,জেলা চেম্বার অফ কমার্সের সভাপতি মো. কামাল হোসেন,জেলা বিএনপির নেতৃবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও শহীদ জসিম হাওলাদারের পরিবারের সদস্যরা।
গত ১৮ মার্চ শহীদ জসিম উদ্দীনের ১৭ বছর বয়সী মেয়ে তার বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ির উদ্দেশে রওনা দেন। পথে নলদোয়ানী এলাকায় প্রধান আসামি সিফাত মুন্সী ও শাকিব মুন্সী তাকে অনুসরণ করে এবং একপর্যায়ে পাঙ্গাসিয়া এলাকার জলিল মুন্সির ভিটা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্তরা এ সময় ভুক্তভোগীর ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রধান আসামি সিফাত মুন্সী ও শাকিব মুন্সীকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
উল্লেখ্য, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন পটুয়াখালীর জসিম উদ্দিন। ১০ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যুবরণ করেন।





