শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ড জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে ৫৪তম বিজয় দিবস উদযাপন ও আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার মনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিএনপি এবং এর সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে ৫৪তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম বিএস সি, সঞ্চালন করেন মহিউদ্দিন জিলানী মানিক।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ও শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি জহিরুল ইসলাম।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাজিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জনাব মোস্তফা কামাল সুমন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রহিম মাষ্টার, সভাপতি, শিক্ষক কল্যাণ সমিতি, এবিএম পলাশ, আহ্বায়ক শাহরাস্তি উপজেলা ছাত্রদল, জসিম উদ্দিন এম এসে সি, সাধারণ সম্পাদক চিতোষী ইউনিয়ন বিএনপি, জসিম উদ্দিন সহ-সভাপতি, বিল্লাল হোসেন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক, চিতোষী ইউনিয়ন বিএনপি।
এছাড়া শাহরাস্তি উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা থেকে আগত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।