সারাদেশ

শ্যামনগরে তরুণ উৎসব ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। নুতন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানকে সামনে রেখে আয়োজিত র‌্যালিতে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

এছাড়া বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

এসময় আগামী ৯ জানুয়ারী পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পাড়া-মহল্লা, বাজার এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসুচি পালনসহ পিঠা উৎসব ও বিতর্ক প্রতিযোগীতা আয়োজনের সিদ্ধান্ত হয়। একইভাবে তারুণের উৎসব পালনের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানসমুহে নৈতিক শিক্ষার উপর গুরুত্বারোপ ছাড়াও এলাকা ভিত্তিক ধর্মীয় ও কাওয়ালী প্রতিযোগীতাসহ নানা ধরনের অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেন, একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, চেয়ারম্যান নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং