সারাদেশ

সখীপুরে মাটি বিক্রি করে পুকুর গোসলে নেমে এক শিশুর মৃ*ত্যু আহত ২

মোঃ হযরত আলী,সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে পুকুরের পানিতে পড়ে ঝুমা(৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।আহত হয়েছে আরো দুই জন।
শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার কালিদাস তেঁতুলিয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ঝুমা ওই এলাকার জয়নাল আবেদীনের মেয়ে।

পরিবারসূত্রে জানা যায়, বেলা আনুমানিক ৪ টার দিকে ঝুমা তার খেলার সাথী মিজান(৬) ও মারিয়ার(১০) সাথে বাড়ির পাশে থাকা একটি পুকুরের পাড়ে খেলা করছিল। খেলার একপর্যায়ে তারা পানিতে পড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের ৩ জনকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ঝুমাকে মৃত ঘোষণা করেন।

এদিকে আহত মিজান সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মারিয়াকে ময়মনসিংহ হাসপাতালে রেফার্ড করেন।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।
এলাকাবাসী জানান, স্থানীয় প্রভাবশালীরা বন বিভাগের জমিতে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করেন এবং মাটি বিক্রির স্বার্থে পুকুরটি অনেক গভীর করে খনন করা হয়েছে। পুকুরের চারিদিকে পাড় না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে
শিশুদের বিষয়ে আমাদের সর্বদা সতর্ক থাকা উচিত।

এ ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,