সনাকের সাথে কুমেক হাসপাতাল কর্তৃপক্ষের অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত।
জেলা প্রতিনিধি, কুমিল্লা।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক), কুমিল্লা কর্তৃক বাস্তবায়নাধীন ‘পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি এন্ড একাউন্টেবিলিটি (প্যাকটা)’ প্রকল্পের আওতায় ২৮ জানুয়ারি ২০২৬, বুধবার, সকাল ১১:৩০ টায় সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লা এর সাথে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এক অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
এরিয়া কোঅর্ডিনেটর প্রবীর কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সনাক কুমিল্লার সভাপতি অধ্যাপক নিখিল চন্দ্র রায় হাসপাতাল ভিত্তিক সনাক এর বিভিন্ন কার্যক্রম সভায় উপস্থাপন করেন। তিনি বলেন সনাক মূলত সেবাগ্রহীতা ও সেবাদাতার মধ্যে একটি সেতুবন্ধন এর কাজ করছে। যার মাধ্যমে সেবাগ্রহীতারা তাদের কাঙ্খিত সেবা পায় সেটা নিশ্চিত করা। তিনি সনাকের পক্ষ থেকে সকল কার্যক্রমে অব্যাহত সহযোগিতার কথা পুর্নব্যক্ত করেন।
আলোচনায় অংশ নিয়ে হাসপাতালের পরিচালক ডা: মো: মাসুদ পারভেজ সানাকের সাথে কাজ করার ধারাবাহিকত অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
তিনি বলেন, সনাক এর সহযোগিতার বাস্তবায়িত কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
আগামীতে ই-টিকেটিং ব্যবস্থা চালু, সুষ্ঠ বর্জ ব্যবস্থাপনা, ওয়ানস্টপ সার্ভিস চালুসহ সেবাদাতা ও সেবাগ্রহীতাদের সাথে নিয়মিত কার্যকর মতবিনিময় সভার আয়োজনের কথা সভায় উল্লেখ করেন। তিনি হাসপাতালের সকল স্তরে স্বচ্ছতা ও সুশাসনের চর্চা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির লক্ষ্যে
হাসপাতালে সেবা সমূহ অটোমেশনের আওতায় আনার লক্ষে ইতিমধ্যে ২১০০০০০ টাকার একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রনালয়ে প্রেরণ করা হয়েছে, যেটি বাস্তবায়িত হলে হাসপাতালে অধিকাংশ সেবা অটোমেশনের আওতায় আসবে এবং স্বচ্ছতা ও সুশাসনের চর্চা বৃদ্ধি পাবে। তিনি জানান, হাসপাতালের
দালাল চিহ্নিত করার সহ অবৈধ দোকানপাট উচ্ছেদে সচেতন কুমিল্লাবাসী ও প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন। তিনি হাসপাতালের প্রত্যেকটি ইতিবাচক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহবান জানান। তিনি হাসপাতালের মেরামত কাজে পিডব্লিউডি এর দীর্ঘসূত্রিতা কমানোর জন্য উক্ত কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে উদ্যোগ গ্রহণের জন্য সনাকের কাছে অনুরোধ জানান।
মতবিনিময় সভায় উপ-পরিচালক ডা: মো: শাহজাহান, সহকারী পরিচালক ডা: নিশাত সুলতানা, সনাক সদস্য অধ্যক্ষ বিধান চন্দ ও গোলাম মাওলা সেলিম, নার্সিং সুপারভাইজার, ওয়ার্ড মাস্টার, প্রশাসনিক কর্মকর্তা, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের সেবাদানকারী প্রতিনিধিবৃন্দ,
উপস্থিত ছিলেন।





