সরকারি আশেক মাহমুদ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
ফারিয়াজ ফাহিম
জামালপুর
জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
গতকাল(সোমবার) সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে একাদশ শ্রেণির ভর্তি কমিটির আহবায়ক ও প্রাণিবিদ্য বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শহিদুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক সংসদের সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম।
আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলা বিভাগের অধ্যাপক প্রফেসর মোঃ আব্দুল হাই আলহাদী, অধ্যাপক এস এম মোঃ শামসুজ্জামান ভূঁইয়া,শিক্ষক সংসদের সাবেক সম্পাদক শাকের আহম্মদ চৌধুরী, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মাহফুজুর রহমান খান,
গণিত বিভাগের অধ্যাপক প্রফেসর মোঃআব্বাস আলী,পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃআবদুল হাকিমসহ প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মোঃ রৌশন আলম মিঠু।আরও উপস্থিত ছিলেন অন্যান্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকবৃন্দও উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষকবৃন্দ প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত ধারণা দেন এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে করণীয় দিক নির্দেশনা প্রদান করেন। তারা আরও বলেন, শিক্ষার্থীরা শুধু পাঠ্যপুস্তক নির্ভর না থেকে দক্ষতা, নৈতিকতা ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।
নতুন শিক্ষার্থীরা এমন আয়োজনকে দিকনির্দেশক বলে উল্লেখ করেন। তারা জানান, এ ধরনের ক্লাস তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আত্মবিশ্বাসী হতে সহায়তা করবে।।