সারাদেশ

সরিষাবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও নগদ অর্থসহ আটক ০১

রুমান শাহরিয়ার, সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ইয়াবাসহ ০১জনকে আটক করা হয়েছে।

শুক্রবার(২৪শে মে) দিবাগত রাতে সরিষাবাড়ী থানা পুলিশ ও ২৬ বীর ইউনিটের একটি সেনা টহল দল এই অভিযান পরিচালনা করে।

অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৫,৫০০ টাকা সহ দুটি লাইটার উদ্ধার করা হয়।

এসময় উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধা গ্রামের ফজল এর ছেলে সুভাষ ওরফে হুন্ডু’কে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুভাষ সরকার একসময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে তিনি যুবদলের সক্রিয় নেতা। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা ও সেবনের সঙ্গেও জড়িত ছিলেন বলে জানা যায়।

প্রশাসনিক সূত্রে জানা যায়, সরিষাবাড়ী থানায় মাদক, ধনবাড়ী ও জামালপুর সদর থানায় চুরির ও সিরাজগঞ্জে একটি খুনের মামলা সহ মোট ০৯টি মামলা ও ০৪টি গ্রেফতারি পরোয়ানাও রয়েছে সুভাষের বিরুদ্ধে‌।

এবিষয়ে যৌথবাহিনীর সাথে কথা হলে তারা জানান, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে সুভাষ’কে ইয়াবা ও নগদ অর্থসহ আটক করা হয়।

এসময় তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,