সাতক্ষীরায় প্রথম আন্তর্জাতিক দাবা রেটিং টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সাতক্ষীরায় প্রথম বারের মতো আয়োজন করা হলো আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
আয়োজন করে সাতক্ষীরা চেস ক্লাব। সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ দাবা ফেডারেশন।
প্রতিযোগিতায় অংশ নেন প্রায় ৪০ জন দাবা খেলোয়াড়। সর্বমোট ২৩ হাজার টাকার পুরস্কার প্রদান করা হয়, যার মধ্যে প্রথম ১৫ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আইনজীবী এড. শহীদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মোঃ আক্তার রসুল, ও খায়রুল ইসলাম (যুগ্ম সাধারণ সম্পাদক, এসিপিবি। সভাপতিত্ব করেন ঢাকা হাইকোর্টের আইনজীবী এড. আলিফ হোসেন। স্থানীয় আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা চেস ক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ পেলে।
পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোবারক হোসেন লিটন। পুরো টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন আন্তর্জাতিক আরবিটার এফএম শরাফাতুল ইসলাম।
এই প্রতিযোগিতা সাতক্ষীরার দাবা অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।.