সারাদেশ

সাতক্ষীরায় বনবিভাগের সহায়তায় ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার

মোঃ খলিলুর রহমান সাতক্ষীরা ::

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ৬২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগের সদস্যরা। এসময় উদ্ধার করা হয় একটি নৌকাসহ শিকারীদের ফেলে যাওয়া বেশ কিছু আনুসঙ্গিক মালামাল।
শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর রাত আড়াইটার সুন্দরবন সংলগ্ন কপোতক্ষ নদী থেকে হরিণের মাংসসহ এসব মালামাল উদ্ধার করা হয়।
বনবিভাগ জানায়, সুন্দরবনের গহিন অরণ্য থেকে এক দল চোরাশিকারী হরিণ শিকার করে মাংস নিয়ে লোকালয়ে আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বনস্টেশন অফিসার (এসও) আনোয়ার হোসেনের নেতৃত্বে বনবিভাগের দুটি টহল দল যৌথভাবে সুন্দরবন সংলগ্ন কপোতক্ষ নদে অভিযান চালায়।
এ সময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারীরা নৌকা ফেলে সুন্দরবেনর ভিতরে পালিয়ে যায়। পরে বনবিভগের সদস্যরা ওই নৌকা থেকে ৬২ কেজি হরিণের মাংসসহ হরিণ শিকারের আনুসাঙ্গিক মালামাল উদ্ধার করে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মোঃ মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সুন্দরবনে হরিণ শিকার বন্ধে বনবিভাগের টহল জোরদার করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,