সিরাজগঞ্জ ডিসি লেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো যৌথ বাহিনী
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ পৌর শহরের শহীদ মিনারের পশ্চিম পাশ বাজার স্টেশন থেকে কালেক্টরেট স্কুলগামী সড়ক সংলগ্ন ডিসি লেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে যৌথ বাহিনী
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল হতে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে যৌথ বাহিনী।
তথ্যসূত্রে জানা যায়, ডিসি লেকের জমিটি বাংলাদেশ রেলওয়ের সম্পত্তি ছিল। যথাযথ ব্যবস্থাপনা না করার কারণে ১৯৭৮ সালের রেকর্ডে ব্যক্তি মালিকানায় রেকর্ড ভুক্ত হয়। পরবর্তীতে সরকারি পক্ষ থেকে মামলা করা হয়। মামলায় মালিকানা পক্ষ নিজেদের পক্ষে রায় পায়। সরকারি পক্ষ থেকে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। বর্তমানে মামলাটি চলমান রয়েছে।
সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আফিফান নজমু বলেন, প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-২০০০ অনুযায়ী, কোনো পুকুর, জলাশয়, নদী, খাল ভরাট করা বেআইনি। আইনের ৫ ধারা অনুযায়ী, প্রাকৃতিক জলাধার হিসেবে চিহ্নিত জায়গার শ্রেণি পরিবর্তন বা অন্য কোনোভাবে ব্যবহার, ভাড়া, ইজারা বা হস্তান্তর বেআইনি। এই আইনের বলে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর থানা পুলিশের মোবাইল টিম সিরা-১, বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মিজান।