সারাদেশ

স্বপ্ন কুটির পাঠাগারের উদ্যোগে পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

 

ময়মনসিংহ প্রতিনিধি :

স্বপ্ন কুটির পাঠাগার আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে ২২ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দে, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, কবি আদর আল-আমিন নিজ বাস ভবন থেকে সাইকেলে করে বই পৌঁছে দেন পাঠক/পাঠিকাদের বাসায় এবং পড়া শেষ হলে সেই বইগুলো ফেরত নিয়ে আসার সময় আবার নতুন বই দিয়ে আসেন বিনামূল্যে পড়ার জন্য। এভাবেই ময়মনসিংহের প্রাণকেন্দ্রে এগিয়ে চলছে বইপ্রেমি পাঠক/পাঠিকাদের ঘরে-ঘরে বই পৌঁছে দেওয়ার কার্যক্রম।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে স্বপ্ন কুটির পাঠাগারের কিছু তরুণ/তরুণীরা উদ্যোগ নেয় পথশিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবার। সেই প্রয়াসে ২৬ মার্চ ২০২৫ থেকে ২৯ মার্চ ২০২৫ পর্যন্ত ধাপে ধাপে প্রায় ৭০ জন পথশিশু এবং সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদের নতুন জামা তুলে দেন স্বপ্ন কুটির পাঠাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবি আদর আল-আমিন এবং পাঠাগারের সংশ্লিষ্ট বইপ্রেমি পাঠক/পাঠিকা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,