সারাদেশ

হাটহাজারীতে জাতীয় সমবায় দিবস পালিত

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:
“স্বাস্থ্য ও সমতায় দেশ গড়বো সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় হাটহাজারীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার(১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিমে সমবায় কর্মকর্তা মোহাম্মদ বখতিয়ার আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। সহকারী পরিসংখ্যান রাজীব পালের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, সমবায়ী বিশ্বজিত বড়ুয়া, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ শওকত হোসেন, স্বাগত বক্তব্য দেন সহকারী সমবায় কর্মকর্তা মো. খালেদ হোসেন। সভার শুরুতে কোরান তেলোয়াত করেন আহসান হাবিব, গীতা পাঠ করেন টিপু কুমার নন্দী, ত্রিপিটক পাঠ করেন, প্রদীপ কুমার বড়ুয়া। এ ছাড়া সভার পূর্বে পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। সভা শেষে ৬ জন সফল সমবায় সমিতিকে সম্মাননা প্রদান করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,