সারাদেশ

হাটহাজারীতে মিরেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 

হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারী পৌরসভার মিরেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক মেহেরুন নেছার সভাপতিত্বে বৃহস্পতিবার(২৭ নভেম্বর)  অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি এম এ শুক্কুর। এসময় পরীক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, এ বিদায় বিদায় নয়। এ বিদায় হল এক ধাপ সমাপ্ত করে দ্বিতীয় ধাপে পা রাখা। এ ধাপের সফলতা পরবর্তী সফলতার মূল চাবিকাঠি। আগের চেয়ে অধ্যাবসায় আরো মনযোগী হতে হবে। বই পড়ে ভাল সার্টিফিকেট অর্জন করা যায় কিন্তু নিজেকে সফলভাবে গড়ে তুলতে হলে প্রয়োজন কঠোর পরিশ্রম। তাই কঠোর পরিশ্রমের কোন বিকল্প নাই। সহকারী শিক্ষক তুর্না সেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রথমিক শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ রমজান আলী চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ নুরুল আবছার, পরিচালনা পরিষদের এডহক কমিটির সদস্য মোঃ সেলিম উদ্দীন, সমাজসেবক ক্যাপ্টেন মোঃ জামাল উদ্দিন, ধলই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম, চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাশেদুল আলম, কাটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহাব উদ্দিন, উত্তর মাদার্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঃ শিক্ষক মোঃ রহমত উল্লাহ, বিদ্যালয়ের সাবেক সদস্য মোঃ সালাউদ্দিন, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, যুগ্ম সম্পাদক উজ্জ্বল কান্তি নাথ। বিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন, যথাক্রমে সৈয়দ মোঃ এমরান ও সাইকা আলম নাহিন। শুরুতে পবিত্র কোরান, গীতা ও ত্রিপিটক পাঠ করেন যথাক্রমে শিক্ষার্থী মোঃ আমিন, অগ্রচন্দ্র নাথ ও অফসরা বড়ুয়া। এ ছাড়াও সঙ্গীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন, অর্পিতা শীল, অহনা নাথ। সভা শেষে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের হাতে পরীক্ষা সামগ্রী তুলে দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,