হাটহাজারীতে যানজট দুর্ভোগ নিরসনে জনমত ও কঠোর আইনি ব্যবস্থা: ইউএনও

হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারীতে দীর্ঘদিন ধরে যানজট এলাকাবাসীর জন্য এক দুর্ভোগে পরিণত হয়েছে। এ সমস্যা নিরসনে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মনে করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। বক্তব্যে তিনি বলেন, আইন অমান্য করে যানজট সৃষ্টি করলে কাউকে আর ছাড় দেওয়া হবে না- কঠোর আইনি ব্যবস্থার আওতায় আনা হবে।
সোমবার (১১ আগস্ট) হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “যানজট নিরসনে সকল পক্ষ মতামত দেন, কিন্তু অভিযান পরিচালনার সময় অনেকেই তদবির করেন, যা কার্যক্রমে বাধা সৃষ্টি করে। এভাবে চললে শুধু সভা করেই লাভ নেই।” তিনি আরও জানান, যানজট সৃষ্টিকারীদের বুঝিয়ে দেওয়ার পরও কেউ আইন মানতে না চাইলে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে যা ‘সারাজীবনের জন্য শিক্ষণীয়’ হয়ে থাকবে।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ইউএনও মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। এতে বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সড়ক ও জনপদ বিভাগের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. মোসলেম উদ্দিন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর মো. শামসুদ্দিন প্রমুখ।
যানজট নিরসনে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরে বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, সাধারন সম্পাদক খোরশেদ আলম শিমুল, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ক্যাব হাটহাজারীর সভাপতি ন. ম. জিয়াউল হক চৌধুরী, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, পৌরসভা বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আব্দুস শুক্কুর, দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান বাদশাহ, জাগৃতি ক্লাবের সভাপতি মো. ওসমান, কামালপাড়া যুব সংঘের সভাপতি মো. ওসমান গনি, বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক মো. শাহজাহান, ট্রাক ইউনিয়ন সমিতির সভাপতি মো. ইলিয়াছ, সিএনজি টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইলিয়াছ, সরকারহাট বাজার ইজারাদার মো. নূরুচ্ছাপা বাচা, সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক মোঃ নুরুন নবী চৌধুরী, কার-মাইক্রো সমিতির প্রতিনিধি মো. ইয়াসিন এবং মীরেরহাট বাজার কমিটির মো. গিয়াস উদ্দিন প্রমুখ।