সারাদেশ

হাতিয়ায় আ.লীগ নেতা থেকে হঠাৎ বিএনপি নেতা বসতবাড়ি দখলের অভিযোগ 

মামুন রাফী, স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের শাসন আমলে হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলী ছত্রছায়ায় থেকে দলীয় প্রভাব বিস্তার করে সঙ্গবদ্ধ অন্যায় অত্যাচার, লুটপাট, লাঠিয়াল, জোর জুলুম মারপিট ভয়ভীতি হুমকি জমি দখল সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের জোড়খালী ৫ নং ওয়ার্ডের একরামুল করিমের ছেলে কোরবান আলী ওরুপে মজনু মাঝির বিরুদ্ধে। তার সাথে রয়েছেন সোনাদিয়া ইউনিয়নের মধ্যে মাইজচরা ২ নং ওয়ার্ডের আবদুর রবের ছেলে সফি উল্ল্যাহ।
তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী নুরুল আমিন গত ১৮ অক্টোবর ২০২৪ তারিখে হাতিয়া থানায় ও হাতিয়া নৌবাহিনী কন্টিনজেন্ট বরাবর লিখিত অভিযোগ করেন।
জানা যায় মজনু মাঝি ও শফি উল্ল্যাহ দেশের প্রচলিত আইন কানুন মেনে চলে না, দলীয় প্রভাব বিস্তার করে গায়ের জোরে অর্থের বলে এলাকায় নিরীহ মানুষের সাথে জোর প্রয়োগ করে জায়গা জমি জোর পূর্বক দখল করে এবং বসত বাড়ী ঘর লুটপাট করা তাদের নেশা ও পেশা।
মজনু মাঝি ও শফি উল্ল্যাহ সঙ্গবদ্ধ হয়ে ১৮ অক্টোবর  ২০২৪ তারিখ সকাল ৯:০০ টার সময় স্থানীয় নুর উদ্দিন বাজার সিফাতের দোকানে দেখলে ভুক্তভোগীর নিকট বসত বাড়ী মিথ্যা মালিকানা দাবী করে অশ্লীল ভাষায় গালমন্দ করে। ভুক্তভোগী উক্ত বিষয়ে প্রতিবাদ করলে তারা আরো উগ্রপন্থি হয়ে এক পর্যায়ে হুমকি দেয়। এক সপ্তাহের মধ্যে বসবাসরত উক্ত বসত বাড়ী তাদেরকে ছাড়ে দিতে হবে, না হলে মারধর করবে, বসত বাড়ী কুপিয়ে ভাংচুর করবে।
জোর পূর্বক বসত বাড়ী হতে উচ্ছেদ করবে, শান্তিতে বসবাস করতে দিবে না, রাস্তা ঘাটে একা পেলে মারধর করে প্রাণে হত্যা করবে, লাশ গুম করে ফেলবে, মিথ্যা মামলা দিয়া হয়রানী করবে বলে প্রকাশ্যে হুমকি দেয়।
আরো জানা যায়, মজনু মাঝি বর্তমানে বিএনপি নেতা দাবী করে এলাকায় দাপটের সহিত প্রভাব বিস্তার করে চলেছেন এবং তার সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান রয়েছে। সম্প্রতি তাকে দেখা যায় হাতিয়ার সাবেক এমপি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমের ব্যানারে বিএনপি দাবী করে তমরদ্দি ৫ নং ওয়ার্ডের জনগণকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন তার এমন দুমুখো কর্মকাণ্ডে বিব্রত সাধারণ মানুষ।
ভুক্তভোগী নুরুল আমিন বলেন, ৫ আগস্টের আগে বিগত সরকারের আমলে মজনু মাঝি শেখ মুজিব, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ ও মোহাম্মদ আলীর ছবির নিচে নিজের ছবি দিয়ে পোস্টার করেছিলো। তার পরে অবস্থান ডিগবাজী করে বিএনপি সেজে অনুরূপ পোস্টার করে লুটপাটে সুবিধা পাওয়ার জন্য। জোর করে আমাদের বসত বাড়ি দখল করার চেষ্টা করছে এবং প্রাণে মারার হুমকি দিচ্ছে। আমি সুষ্ঠু নিরপেক্ষ বিচার চাই।
ভুক্তভোগী নুরুল আমিন হাতিয়ার স্বনামধন্য ডাক্তার ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার রুহুল আমিনের আপন বড় ভাই। এই ডাক্তারের কাছে হাতিয়ার অসংখ্য রোগী চিকিৎসা সেবা পেয়ে থাকেন। তিনি সম্পূর্ণ ফ্রিতে দলমত নির্বিশেষে হাতিয়ার রোগীদের নিরলস সেবা দিয়ে যাচ্ছেন।
এই বিষয়ে কোরবান আলী ওরুপে মজনু মাঝি বলেন, আমি খোলস পাল্টাইনি, আমি আগে থেকেই বিএনপি করতাম ফজলুল আজিমের সাথে, আওয়ামী লীগের আমলে আমি বহু হেনস্তার শিকার হয়েছি। আমি চাই আমরা দুই পক্ষ আলোচনায় বসি যদি তাদের জমি হয় তারা নিবে। আর আমি প্রাপ্য হলে আমি নিবো, কাগজ পত্র কথা বলবে।
স্থানীয় এক বিএনপি নেতা বলেন, ৫ আগস্টের আগে দেখেছি মজনু মাঝি আওয়ামী লীগের নেতা, এখন দেখতেছি বিএনপি নেতা দাবী করে ব্যানার ও পাবলিশ করতেছে তবে বিএনপিতে এমন দুমুখো লোকের জায়গা নেই, আশা করি বিএনপির সিনিয়র নেতারা নজর দিবেন।
এই বিষয়ে হাতিয়া থানার ওসি আজমল হুদা বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত ও চলমান রয়েছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং