সারাদেশ

১০ দিন ধ‌রে নিখোঁজ মাদ্রাসাছাত্র সাইফুল্লাহ

জুয়েল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে সাইফুল্লাহ (১৮) নামের এক মাদ্রাসাছাত্র ১০ দিন ধ‌রে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় রোববার (১৬ ফেব্রুয়া‌রি) সাইফুল্লাহর বাবা তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সাইফুল্লাহ উপজেলার নওগাঁ ইউনিয়নের সান্তান গ্রামের ইসমাইল হোসেনের ছেলেইসমাইল হোসেন জানান, আমার ছেলে উপ‌জেলার নওগাঁ ইউ‌নিয়‌নের হাসানপুর আনোয়ারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা থেকে গত ৬ ফেব্রুয়ারি নিজে বাড়ির উদ্দেশে বের হয়। কিন্তু সে আর বাড়িতে ফিরে আসেনি। পরে মাদ্রাসায় খোঁজ নিয়ে কোনো খবর পাইনি। এমনকি আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আমার ছে‌লের উচ্চতা প্রায় ৫ ফুট, গায়ের রং শ্যামলা, মাথার চুল ছোট ও কালো, মুখমণ্ডল গোলাকার এবং ওজন ৫০ কেজি। নিখোঁজ হওয়ার সময় তার গায়ে সবুজ রঙের পাঞ্জাবি, আকাশি রঙের পায়জামা ও কালো রঙের বার্মিজ স্যান্ডেল ছিল।
আর সাইফুল্লাহর মা সাবিনা খাতুন সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, কেউ যদি আমার ছেলের সন্ধান পান, তাহলে নিকটস্থ থানায় যেন যোগাযোগ করা হয়। এ ছাড়া ০১৭৮১-৬৭৭ ৪১৭ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান তিনি।
এ প্রসঙ্গ‌ে তাড়াশ থানার ওসি আসলাম হোসেন জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে সাইফুল্লাহকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,