সারাদেশ

১৪৪ ধারা নিষেধাজ্ঞা উপেক্ষা ক‌রে শিশু কানন মডেল স্কুল ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের চাক‌লী গ্রা‌মে অবস্থিত শিশু কানন মডেল স্কুল এন্ড কলেজের উপর ১৪৪ ধারা আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জ‌মির মালিক পক্ষর পেটুয়া বাহিনী দ্বারা বিদ্যালয় ভাঙচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা।
আজ মঙ্গলবার (১ জানুয়ারি) বেলা ১১ টার দি‌কে বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন করেন কোমলমতি শিক্ষার্থীরা।
মানববন্ধনটি বিদ্যালয় পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক মো. দিলখোশ আলী সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হাফসা খাতুন।
এসময় প্রধান শিক্ষক হাফসা খাতুন তার বক্তব্যে বলেন, শিশু কানন মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠা করার সময় জমির মালিক আজিজল হকের সাথে ৩০ বছরের একটি মৌখিক চুক্তি হয় এবং ৫ বছর অন্তর অন্তর এটি পুনরায় মেয়াদ বৃদ্ধির লিখিত চুক্তিবদ্ধ হওয়ার ৩ বছর পর থেকেই নানা তালবাহানা শুরু করতে থাকেন জ‌মির মালিক কর্তৃপক্ষ। এরই মধ্যে বিদ্যালয়ের স্থাপনা সরানোর জন্য আদাল‌তের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাইনবোর্ড ভাঙচুর করে আজিজল হকের পিটুয়া বাহিনীরা এতে করে বিদ্যালয় এর শিশুদের পাঠদানের ব্যাহত হচ্ছে।
প্রতিষ্ঠাতা পরিচালক মো. দিলখোশ আলী ব‌লেন, এ বিদ্যালয়টি‌তে ৪৫০ জন ছাত্র-ছাত্রীসহ ৩০ জন স্টাফ র‌য়ে‌ছে কোন প্রকার সময় না দিয়ে বিদ্যালয়ের স্থাপনা সরানো একটি অমানবিক এবং ছাত্র ছাত্রীর জন্য হুমকি স্বরূপ। অবিলম্বে জমির মালিক কর্তৃক হয়রানি ও ছাত্র-ছাত্রীদের পাঠদানের মনরম পরিবেশে পাঠ দানের ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকারের নিকট আহব্বান জানান।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, সহকা‌রি শিক্ষিকা তানজিলা খাতুন, রুমা খাতুন, বাসুদেব কর্মকার, কাওসার আহমেদ, সোহান, পারভেজ, আঁখি খাতুন তানিয়া খাতুন। মানববন্ধনে ৫ শতাধিক শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,