আগামী ২৮ডিসেম্বর-২০২৪ শনিবার সকালে চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার ৯নাম্বার পৈড়কোড়া ইউনিয়নের মাহাতা পাটানীকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ৫০বছর ফূর্তি উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে বিদ্যালয়ের মাঠে এক আকর্ষনীয় মনোমুগ্ধকর সুবর্ণ জয়ন্তী ও প্রাক্তন ছাত্র- ছাত্রীদের মিলন মেলা অনুষ্ঠিত হইবে।
অনুষ্ঠানের কর্মসূচীর মধ্যে রয়েছে সকালে জাতীয় ও সুবর্ণ জয়ন্তীর পতাকা উত্তোলন,বর্ণাট্য র্যালী, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশ, শৈশবের স্কুল জীবনে আড্ডা,চাচক্র,মধ্যাহ্নভোজ, আলোচনা সভা,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাভেল ড্র, পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচী। অনুষ্ঠানটি সফল করতে ইতিমধ্যে সাংবাদিক মোঃহাসানুর জামান বাবু’র অফিসে দশদিন থেকে দফায় দফায় প্রস্তুতি সভা হয়েছে।
ঐদিন সকাল ০৮টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে যথাসময় উপস্থিত থাকার জন্য প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ ও সুবর্ণ জয়ন্তী-২৪ উদযাপন পরিষদের আহ্বায়ক সমাজসেবক শিক্ষানুুরাগী উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হামিদুল ওয়াহেদ বিশেষ ভাবে অনুরোধ করেছেন।