৪নং সোনাপুর ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন, সভাপতি মানিক সাধারণ সম্পাদক সোহাগ

মাহমুদ সানি, রায়পুর (লক্ষ্মীপুর)প্রতিনিধি:লক্ষ্মীপুর রায়পুর উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকেলে উপজেলার রাখালিয়া উচ্চ বিদ্যালয়ের কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এতে মোটরসাইকেল প্রতীকে সভাপতি পদে আমির হোসেন মানিক ২৫০ ভোটে, আম প্রতীকে সাধারণ সম্পাদক পদে ইশতিয়াক আহমেদ সোহাগ ১৬০ ভোট ও কলস প্রতীকে সাংগঠনিক সম্পাদক পদে কাউসার আলম বকুল ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ কাউন্সিলের নির্বাচন পরিচালনায় দায়িত্বে ছিলেন – উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু, সদস্য সচিব সফিকুর রহমান ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ , যুগ্ম আহ্বায়ক এডভোকেট এমরান হোসেন।
এ দিন বিকেল ৫টায় ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করেন জেলা বিএনপির প্রতিনিধি নির্বাচনে জেলা বিএনপির সদস্য এডভোকেট হারুনুর রশিদ।
অনুষ্ঠিত কাউন্সিলে উপস্থিত ছিলেন – উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও লক্ষ্মীপুর বারে সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, জেলা তাঁতীদলের আহ্বায়ক কবির হোসেন চৌধুরী, সদস্য সচিব মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট আকবর হোসেন সম্রাট, পৌর যুবদলের আহ্বায়ক নূরে হেলাল মামুন, উপজেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির এনাম চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু বলেন, এ কাউন্সিল ব্যাপক উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এভাবে অন্যান্য ইউনিয়নেও কাউন্সিল অনুষ্ঠিত হবে। সেখানে যারা দীর্ঘ দিন ধরে রাজপথে সংগ্রাম ও মামলা-হামলার শিকার হয়েছেন তাদের নির্বাচিত করতে হবে। এছাড়া আওয়ামী লীগের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যোগাযোগ রক্ষাকারী ও দলে অনুপ্রবেশকারীদের বয়কট করতে হবে।