সারাদেশ

আক্কেলপুরে বাকপ্রতিবন্ধীর উপর নির্যাতন, থানায় অভিযোগ

জাহিদুল ইসলাম জাহিদ স্টাফ রিপোর্টার।

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জমি দখলকে কেন্দ্র করে এক বাকপ্রতিবন্ধী আব্দুল কালামের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। শনিবার দুপুর ২টায় উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের ছবদুলপাড়ায় এ ঘটনা ঘটে।

হামলাকারীরা হলেন একই গ্রামের মন্তাজ হোসনের ছেলে রাকিব হোসেন (২০) ও মৃত রইচ উদ্দীনের ছেলে মোসলেম (৩৯)।

লিখিত অভিযোগে জানা গেছে, বাকপ্রতিবন্ধী আব্দুল কালামের উপর শারীরিক নির্যাতন চালান অভিযুক্তরা। চলতি মাসের ৯ তারিখ সকালে অভিযুক্তরা মতিয়র রহমানের (৭২) বাড়ির পাশের জমিতে রোপণ করা বাঁশঝাড় থেকে অনুমতি ছাড়া ৫ থেকে ৭টি বাঁশ কেটে নিয়ে যায়। যার মূল্য আনুমানিক এক হাজার চারশ টাকা। এ ঘটনায় গ্রামের মাতব্বররা সমাধান করতে ব্যর্থ হলে মতিয়র রহমান ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দেন।

কিন্তু অভিযোগের নোটিশ পাওয়ার পর ১৬ আগস্ট দুপুরে অভিযুক্তরা আবারও মতিয়র রহমানের খলিয়ানে প্রবেশ করে মেহগনি ও ইউক্যালিপটাস চারা রোপণ করে জমি দখলের চেষ্টা চালায়। এ সময় ভাতিজা আব্দুল কালাম বাঁধা দিলে তাকে মারধর করে গুরুতর আহত করে। বাঁচাতে এগিয়ে গেলে ভাতিজা বউ ফাতেমা, ও আমার ভাবী মোছাঃ রুবি কে অকথ্য ভাষায় গালি দেয়

স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, ঘটনাস্থলে উপস্থিত মানুষজন আহত অবস্থা আবু কালাম কে উদ্ধার করে প্রাণে রক্ষা করেন। তবে চলে যাওয়ার সময় অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দেয়। আহত আব্দুল কালামকে পরে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর চাচা মতিয়র রহমান সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,