সারাদেশ

আগামী বর্ষায় জলাবদ্ধতা নিরসনে এখনি কার্যকর উদ্যোগ নেয়া জরুরী – শাহজাহান চৌধুরী 

মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম।
আমরা চাটগাঁবাসীর ১৯ দফা উন্নয়ন প্রস্তাবনার উপর ও জামায়াতের নগর আমীর এবং নির্বাহী পরিষদের মতবিনিময় শেষে আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আগামী বর্ষা আসার আগেই জলাবদ্ধতা নিরসনে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরী। চট্টগ্রামের জলাবদ্ধতা মানবসৃষ্ট, মেগা প্রকল্প সময়মত শেষ না করা ও অপরিকল্পিত নগরায়ণ এর জন্য দায়ী। এই সমস্যা স্থায়ী সমাধানের জন্য দ্রুত   সময়োপযোগী ও কার্যকর নতুন মাস্টারপ্লান তৈরি সময়ের দাবি ।
৮ জানুয়ারি বিকেল ০৫টায় টায় দেওয়ান বাজারস্ত নগর  জামায়াতের কার্যালয়ের কনফারেন্স রুমে “আমরা চাটগাঁবাসী” এবং  জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী কমিটির  যৌথ মতবিনিময় সভায় ১৯ দফা তৃণমূল উন্নয়ন প্রস্তাবনা উপস্থাপনকালে তিনি এই কথা বলেন
মতবিনিময় সভায় চাটগাঁবাসীর নেতৃবৃন্দের  দাবি, গত তিন দশকে চট্টগ্রামের মতো মেগা সিটির জন্য কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হয়নি। এ কারণে অপরিকল্পিত নগরায়নের ফলে জলাবদ্ধতা সহ নানা সমস্যা দিন দিন তীব্রতর হচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, এ মুহূর্তে নতুন প্রকল্প গ্রহণ না করে চলমান মেগাপ্রকল্পগুলোর দ্রুত সমাপ্তি নিশ্চিত করার পাশাপাশি একটি আধুনিক ও বহুমুখী মাস্টারপ্লান তৈরির উদ্যোগ নেওয়া জরুরি।
সভায় সভাপতিত্ব করেন। নগর জামায়াতের আমীর ও সাবেক সংসদীয় দলের হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
সভায় “আমরা চাটগাঁবাসী”র সেক্রেটারি জেনারেল এবিএম ইমরানের প্রস্তাব  উপস্থাপনা ও সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারী অধ্যক্ষ নুরুল আমিন, এসিস্টেন্ট সেক্রেটারী সাংবাদিক মোহাম্মদ উল্লাহ,  আমরা চাটগাঁবাসীর ,  সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম  সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল।
আমরা চাটগাঁবাসী রিসার্চ সেলের কো-অর্ডিনেটর  ওয়াসী উদ্দিন আনসারী,  অতিরিক্ত জিপি এডভোকেট কানিজ কাউসার রিমা, সাংবাদিক কামরুল হুদা, ডা.ফজলুল হক সিদ্দিকী, উত্তম কুমার আচার্য্য,  প্রকৌশলী আব্দুল বাতেন,
কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন খালেদ,
জানে আলম চৌধুরী, ডা. আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার তৌহিদুল আলম চৌধুরী, রাশেদুল আজীজ, ফরহাদ উদ্দীন সোহাগ, কবি জসিম উদ্দিন, শাখাওয়াত ইলাহী শিবলী,সাংবাদিক মোঃহাসানুর জামান বাবু, প্রমুখ
দাবি ও প্রস্তাবনা:
নেতৃবৃন্দ চট্টগ্রামের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব দূর করে সময়োপযোগী মাস্টারপ্লান তৈরি এবং নগরবাসীর নিত্য সমস্যা সমাধানে মেয়রকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং