আশেক মাহমুদ কলেজ বেসরকারি কর্মচারিদের আয়োজনে অধ্যক্ষ মহোদয়ের বিদায় সংবর্ধনা
ফারিয়াজ ফাহিম
জামালপুর
জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোঃহারুন অর রশিদ এর অবসরোওর ছুটি গমন উপলক্ষে উপলক্ষে সরকারি আশেক মাহমুদ কলেজ বেসরকারি কর্মচারিবৃন্দের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল(রবিবার) দুপুরে শিক্ষক মিলনায়তনে বেসরকারি কর্মচারী সমিতি’র সভাপতি এস এম শামিমুল হক টিটু এর সভাপতিত্বে ও রফিকুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম।
আর উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ সহ সরকারি আশেক মাহমুদ কলেজের কর্মচারীরা।
বেসরকারি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মাকছুদুল আলম মিলন বলেন অধ্যক্ষ স্যার আমাদের কর্মচারীদের জন্য যা করেছেন তা অকল্পনীয়। তিনি কর্মচারীদের যেকোনো বিপদ আপদে পাশে দাড়ানোসহ আমাদের বেতন বৃদ্ধির জন্যও যে আন্তরিকতা দেখিয়েছেন তা সত্যি প্রশংসনীয়।তার বিদায়ে আমরা হারাবো একজন অভিভাবক।
কর্মচারীরা অধ্যক্ষ মহোদয়ের বিদায় উপলক্ষে তার কর্মজীবন নিয়ে ভূয়সী প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় প্রফেসর মোঃহারুন অর রশিদ কর্মচারীদের উদ্দেশ্য আবেগঘন বার্তা সহ তার সময়কালে গৃহীত পদক্ষেপ গুলো তুলে ধরার পাশাপাশি কর্মচারীদের থেকে এতো সুন্দর বিদায়ের জন্য উচ্ছসিত মনোভাবও প্রকাশ করেন।।